সর্বশেষ
প্রতিবেদক:
প্রকাশ: ২০১৭-১০-০১ ১৬:১৫:২৩ || আপডেট: ২০১৭-১০-০১ ১৬:১৭:৪৬
ডেস্ক নিউজঃ
কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে মো. আরিফ নামের এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন।
এ সময় স্থানীয় এক বাসিন্দাও ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন। আহত স্থানীয় ব্যক্তির নাম মো. ডালিম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনইচ্ছুক ভৈরব থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, আজ রোববার রাত ৯টার দিকে স্থানীয় পৌর এলাকায় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সময় সেখানে দায়িত্ব পালনে থাকা কনস্টেবল আরিফ ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীকে ধরে ফেললে ওই ছিনতাইকারী আরিফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর ছুরির আঘাত লাগে ডালিমের গায়েও। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। ডালিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।