সর্বশেষ
প্রতিবেদক:
প্রকাশ: ২০১৭-১১-০৮ ১৩:২৫:৩৬ || আপডেট: ২০১৭-১১-০৮ ১৩:২৭:২৮
ডেস্ক ঃসীতাকুণ্ডে কিটনাশক পান করে এক জেএসসি ছাত্র আত্নহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আত্নহত্যাকারী মেহেদী হাসান জনি দক্ষিণ সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জহিরুল হকের পুত্র। সে শেখের হাট উচ্চ বিদ্যালয় হতে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
জানা যায়,,পড়া-লেখার জন্য বাবা-মা বকাবকি করলে রাগ করে ঘরে থাকা কিটনাশক পান করে সে । কিন্তু ঘটনাটি অগোচর রেখে রাতে খাবার শেষে ঘুমাতে যাওয়ার সময় বমি শুরু হলে জানতে পারে পরিবারের সদস্যরা। পরে গুরুত্বর অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন। শেখের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন,‘ পরীক্ষা অবস্থায় মোবাইল ব্যবহার বন্ধ রাখতে বকাবকি করলে পরিবারের অগোচরে ঘরে থাকা সবজীতে ব্যবহৃত কিটনাশক পান করে।
ছাত্রটি সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল বলে তিনি জানান। সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার আব্দুল মোতালেব বিষপানের ঘটনা স্বীকার করে বলেন, আমার এলাকার এক ছাত্র ঘরে থাকা কীটনাশক পান করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আজ পোষ্টমোর্টেমের পর তাকে বাড়ীতে দাফন করা হয়েছে।