সর্বশেষ
প্রতিবেদক:
প্রকাশ: ২০১৮-০২-১৭ ১৯:১১:৩৫ || আপডেট: ২০১৮-০২-১৭ ১৯:১৬:২৯
নিউজবাংলা টিভি ডটকম : ক্যামেরার সামনে আড়ষ্টতা কাটিয়ে উঠেছেন ইতোমধ্যেই। যার শুরুটাই হয়েছে মডেলিং দিয়ে তাকে দমিয়ে রাখে কার সাধ্য আছে! কথা বলছি এসময়ের আলোচিত নতুন মুখ মারজিয়া মৈৗকে নিয়ে। মডেলিং দিয়েই শোবিজ ক্যারিয়ার শুরু করতে চান।এরপর প্রবেশ করবেন অভিনয় জগতে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় কাজ করা ইচ্ছা আছে। মিডিয়ায় কিছু করার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেন মারজিয়া মৈৗ। এরই মধ্যে মডেলিং, টিভিসি দিয়ে মিডিয়াতে জায়গা করে নিয়েছেন সম্ভাবনাময়ী নতুন এই তারকা।
কাজ করেছেন বেশ কয়েকটি ফ্যাশন হাউজে। সামনে আরও ভালো কিছু কাজ উপহার দিতে চান এই তারকা। যদিও এই মডেল-অভিনেত্রীর চলচ্চিত্রে এখনো অভিষেক হয়নি। পাবনার মেয়ে মারজিয়া মৈৗ। কাজ করতে চান শোবিজের সকল শাখায়।
মারজিয়া মৈৗ,বলেন, ছোটবেলা থেকেই আমার মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিল। এক সময়ের বিখ্যাত মডেলদের দেখে এই ইচ্ছেটা আরো প্রবল হয়। এটাই একমাত্র মাধ্যম যেখানে আমি আমার মেধা ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবো। সে অর্থে, মিডিয়াতে কাজ করার নিজস্ব ইচ্ছাটাকেই এ জগতে আসার মূল অবদান বলে মনে করি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভাল মডেল ও অভিনেত্রী হতে পারি।
তিনি বলেন “আমি যাই করবো আদর্শমত করার চেষ্টা করবো। সে উদ্দেশ্য সামনে রেখেই পথ চলছি। এ দেশের মানুষদের ভালোমানের কিছু উপহার দিতে চাই।