সর্বশেষ
প্রতিবেদক:
প্রকাশ: ২০১৮-০৩-১৬ ১২:১৫:১৪ || আপডেট: ২০১৮-০৩-১৬ ১২:৩৮:৪০
আজ ভূত এফ এম এ আসছেন সাংবাদিক ঈসা মোহাম্মদ। আজ তিনি শুনাবেন ভূতের ঘটনা।
রেডিও ফুর্তি ৮৮.০০ এফ এম এর নিয়মিত অনুষ্ঠান ভূত এফ এম যা প্রতি শুক্রবার রাত ১১:৫৯ মিনিটে শুরে হয়। আরজে রাসেলের উপস্থাপনায় পরিচালিত হয় অনুষ্ঠানটি। বিভিন্ন পেশার মানুষজন এসে শেয়ার করেন তাদের জীবনে ঘটে যাওয়া বা তাদের মা-বাবা, বন্ধু-বান্ধব, নানা-নানুর কাছ থেকে শোনা ভৌতিক ঘটনা। ২০১০ থেকে শুরু করে এখন পর্যন্ত সবার কাছে জনপ্রিয় হয়ে আছে অনুষ্ঠানটি।শহর কিংবা গ্রাম নয় পুরো বাংলাদেশ জুড়েই সকল শ্রেণীর মানুষই শুনেন এ অনুষ্ঠান। বর্তমানে দেশের বাহিরের লোকেরাও রেডিও ফুর্তির এ্যাপ দিয়ে শুনেন এ অনুষ্ঠানটি এবং তারাও তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো রেকর্ড করে পাঠান।
আজকের অনুষ্ঠানে সাংবাদিক ঈসা মোহাম্ম সহ থাকবেন অন্যান্য অথিতিবৃন্দ।
যে কেউই আসতে পারেন এ অনুষ্ঠানে তাদের জীবনে ঘটে যাওয়া বা অন্যেরকাছে শোনা ভৌতিক ঘটনা বলতে। তবে আগে bhootfm@radiofoorti.fm এ মেইলে ঘটনা লিখে পাঠাতে হবে।